কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় নতুন করে আরও ১৮ জনসহ করোনায় আক্রান্ত পাঁচ হাজার পুজতে আর মাত্র ১ জন বাকি। অথ্যাত গতকাল পিসিআর ল্যাবে দেয়া তথ্য অনুযায়ী গতকাল নতুন করে ১৮ জন আক্রান্ত হয়ে এর সংখ্যা দাঁড়িয়েছি ৪০৯৯ জন। দিন দিন এ পরিমান আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় হাটে বাজারে, শপিং মলে, বিয়ে বাড়ীতে, অফিসে, আদালতে, ব্যাংকে সামাজিক দরুত্ব নিশ্চিত করতে প্রশাসনের নজরদারী জরুরী বলে মনে করেন সচেতন মহল।
সুত্রে জানা যায়, গতকাল ২৮৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৮১ টি, চুয়াডাঙ্গা জেলার ৩২টি, ঝিনাইদহ জেলার ৫৯টি, মেহেরপুর জেলার ১৫ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৭ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৮টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১০টি, মেহেরপুর জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৪ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪০৯৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।
Leave a Reply