কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়ায় জমি সংক্রান্ত বিষয়ে আদালতে ভুয়া নাম ব্যবহার করে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে আলম আলী গং এর বিরুদ্ধে। মহামান্য হাইকোর্টের সি,আর ১৫৮৬/২০০০ নং মামলার আরজিতে তিনি তার নাম ’আলমগীর’ দাবি করে মামলাটি দায়ের করেন। তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ৫০০৩১৭২৩৭৬৫৮। প্রকৃত পক্ষে তার নাম আলম আলী। অথচ আদালতে মামলা দায়ের করেছেন আলমগীর নামে। তিনি ভুয়া নাম ব্যবহার করেই এ মামলা করেন। লেখাপড়া না জেনেও নিজেকে ৫র্ম শ্রেণী পাস বলেও এমন তথ্য দেন ভোটার তালিকায়। শুধু তাই নয়, এ মামলার ১নং বাদী মোছাঃ হেনা খাতুন নামে ভুয়া ব্যক্তিদারা এ মামলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন তারা। তবে হেনা খাতুন নামে এমন কোনো মহিলার অত্র এলাকায় খোঁজ মিলেনি। সেখানেও ভুয়া পরিচয় ব্যবহার করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে এ মামলার বিবাদী আয়ূব আলী গং। এ বিষয়ে চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন,পলান প্রমানিকের আলম আলী নামে তার ছেলে আছে। আলমগীর নামে তার কোনো ছেলে নেই। তার নাম বিভিন্ন রকম থাকতে পারে। তবে এটা আমার জানা নেই। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন,এক্ষেত্রে আলমগীর যে ব্যক্তি আদালতে মামলা দায়ের করেছেন। তাকেই প্রমাণ করতে হবে এনআইডিতে আলম আলী সেই ব্যক্তি আলমগীর। তাহলেই আদালতে মামলা চলবে। তা না হলে এ মামলা চলবে না।
Leave a Reply