কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার মাঠ পাড়া গ্রামে বিশিষ্ট চাউল ব্যবসায়ী মোঃ রবিউল ইসলামের স্ত্রী শাহানা খাতুন (৪২) রবিবার ২৮শে মার্চ আনুমানিক দুপুর ১২টার দিকে বসত ঘড়ের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, নাকি হত্যা, রহস্য ভেসে বেড়াচ্ছে। পারিবারিক সূত্রে জানা যায় গেছে কিছু দিন আগে তিনি স্ট্রোক করেছিলেন এবং অল্পতেই কথাতেই তিনি রাগান্বিত হয়ে উঠতেন।এ কারণেই হয়তো জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। খোকসা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন সন্তানের সাথে অভিমান করে মায়ের মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন তবে এ মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে মামলা নং ৯ তাং ২৮/০৩/২১ এবং পোস্ট মডেম ছাড়াই লাশ দাফন হওয়ায় স্থানীয় গণ্যমান্যদের মধ্যে একটি কৌতুহল জেগেছে। আইনি প্রক্রিয়া অবমাননা করে কিভাবে লাশ দাফন করা হয়। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর গোপন তথ্য বেরিয়ে আসবে বলে ধারনা করছেন।
Leave a Reply