কাগজ প্রতিবেদক ॥ গতকাল রবিবার কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ হইতে সিভিল সার্জনের নিকট ৫৬,০০০ এ্যালকোহল প্যাড হস্তান্তর করা হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য হলো সরকার ঘোষিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন প্রোগ্রাম-২০২১ সফল করার লক্ষ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম আরোও গতিশীল এবং জীবানুমুক্ত করা। এ্যালকোহল প্যাডগুলি ভ্যাকসিন প্রদানের সময় জনসাধারনের মাঝে ব্যবহার করা হবে। উক্ত এ্যালকোহল প্যাডগুলি ইউনিটের সন্মানিত সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোঃ আসগর আলী কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলামের নিকট সিভিল সার্জন কার্যালয়ে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ’ইউনিট অফিসার’ সাঈদ মো: শামীম রহমান (শাহীন), বিশিষ্ঠ সমাজসেবক মো: গোলাম মোস্তফা ও মো: শহীদুল ইসলাম এবং ইউনিটের যুব সদস্যবৃন্দ।
Leave a Reply