কাগজ প্রতিবেদক ॥ সুর্যোদয়ের সাথে সাথে কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপদ্ধনী, শহীদদের স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ এবং মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে। সকাল ৬টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সীমিত পরিসরে আলোচনা সভাসহ বেশ কিছু কর্মসুচী পালিত হয়েছে।
Leave a Reply