কাগজ প্রতিবেদক ॥ করোনার কারণে টানা একবছর ধরে বন্ধ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ক্যাম্পাস বন্ধ থাকায় বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমও অনেকটা মুখ থুবড়ে পড়েছে। কিছু কিছু সংগঠন অনলাইনে কার্যক্রম সচল রাখলেও করোনায় একমাত্র নাট্য সংগঠন বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) কোনো কার্যক্রম চোখে পড়েনি। কার্যত অলস সময় পার করছেন সংগঠনের কর্মীরা। ‘নাটক আপনার জীবন হোক, জীবন যেন নাটক না হয়’ এ শ্লোগানকে সামনে রেখে ১৯৯১ সালের ১০ অক্টোবর যাত্রা শুরু করে বিথি। ৩০ বছরে সংগঠনটির মাধ্যমে বের হয়ে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিহাব শাহিনের মতো পরিচালক। বিশ্ববিদ্যালয় থিয়েটার পথ নাটক, মঞ্চনাটক এবং কর্মীদের নিয়ে নৃত্য, গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন কর্মশালা করে থাকে। বর্তমানে এ সংগঠনে ১২০ নাট্যকর্মী রয়েছে। একবছর ধরে কোনো কার্যক্রম না থাকায় তারা অলস সময় পার করছেন। তাদের দাবি, অন্যান্য সংগঠনের মতো তাদেরও অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হোক। নাট্যকর্মী মোসাদ্দেক হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম সংগঠনের মধ্যে বিথি অন্যতম। আমরা এ সংগঠনে জড়িত থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। তবে করোনায় ক্যাম্পাস বন্ধ থাকায় সেটা আর সম্ভব হচ্ছে না। আমরা চাই ক্যাম্পাস না খোলা পর্যন্ত সংগঠন অনলাইন ভিত্তিক এমন কিছু অনুষ্ঠানের আয়োজন করুক, যেখান থেকে আমরা কিছু শিখতে পারি।’ নাট্যকর্মী কুলসুম আক্তার বলেন, ‘সংগঠন শুধু অভিনয় শেখায় না। নৃত্য, গান, আবৃত্তি, শুদ্ধ কথা বলাসহ নানা কর্মশালার আয়োজন করে থাকে। এসব আয়োজন অনলাইনেও হতে পারে। ফলে ক্যাম্পাস বন্ধ থাকলেও কর্মীরা সক্রিয় থাকবে।’ এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের (ঐক্যমঞ্চ) আহ্বায়ক এবং বিথির সভাপতি অনি আতিকুর রহমান বলেন, ‘করোনায় ক্যাম্পাস বন্ধ থাকায় তেমন কোনো কার্যক্রমে অংশ নিতে পারিনি। তবে কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। পহেলা বৈশাখ সামনে রেখে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। এছাড়া কর্মীদের সক্রিয় রাখতে ক্যাম্পাস না খোলা পর্যন্ত অনলাইনে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হবে।’
Leave a Reply