কাগজ প্রতিবেদক ॥ সুনামগঞ্জের শাল্লাসহ দেশের বিভিন্নস্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৪টায় শহরের এন,এস রোডে অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাড. সুধীর কুমার শর্মা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অশীত সিংহ রায, নিলয় কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক তুহিন কান্তি চাকী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শংকর মজুমদার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদও উপজেলা শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার ঘোষ জগত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ হিন্দু সাম্প্রদায়িক ও সংখ্যালঘুদের উপর হেফাজত ইসলামের যে জঘন্য কর্মকান্ড চালাচ্ছে তারা সেটা কোনভাবেই মেনে নিবে না। অবিলম্বে হাফেজ মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকান্ড ধর্মীয় সংখ্যালঘুদের উপর আঘাত হানে এমন কোন কাজ মেনে নেয়া হবে না। মামুনুল হককে গ্রেপ্তার না করা পর্যন্ত মাঠে থাকবে বলে বক্তারা জানান। বক্তারা সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে ৮৮ টি হিন্দু বাড়ি ঘর এবং ৮টি মন্দিরে হামলা,ভাঙচুর লুটপাটকারীদের দ্রুত গ্রেফতার এবং মানবতাবিরোধী ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা ও উপজেলার পাঁচ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply