1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:43 pm
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

কোয়ারেনটাইনের খবর নেই কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়ালো আবাসিক হোটেল ও রেষ্টহাউসে নজরদারী জরুরী

  • প্রকাশিত সময় Tuesday, March 23, 2021
  • 226 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ নতুন করে আরও ১৪ জনসহ করোনায় আক্রান্ত ৪ হাজার ছাড়ালো। স্বাস্থ্য বিধি অপেক্ষিত। গণসমাবেশ, হাট, বাজার, শপিং মল, কলকারখানা, ফুটবল খেলার মাঠসহ সব খানেই স্বাভাবিক। নেই সামাজিক দুরুত্বের বালাই। এ অবস্থায় কুষ্টিয়া জেলা জুড়ে মহামারি করোনা দফায় দফায় বাড়ছে। গতকাল জেলায় নতুন করে ১৪ জন আক্রান্ত হয়ে এখানে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০০২জন। কুষ্টিয়া পিসিআর ল্যাবে ১৪টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে। কোভিড আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ০৪ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার, ০১জন কুমারখালী উপজেলার এবং ০৮ জন ভেড়ামারা উপজেলার।
আক্রান্তদের ঠিকানা কুষ্টিয়া সদর পৌরসভার কালিশংকরপুর এলাকায় ১ জন, পুর্ব মজমপুরে ১ জন, পুর্ব মজমপুর প্রধান ডাক ঘরে ১ জন, বড় বাজার এসসিবি রোডে ১ জন, এ ছাড়া মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, কুমারখালী পাইকপাড়ায় ১ জন, ভেড়ামারায় ৩ জন, ভেড়ামারা সার্কেল অফিসে ১ জন, ভেড়ামারা স্বর্ণপট্রিতে ১ জন, বাহিরচরে ১ জন আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪০০২জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮১১জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, আক্রান্তদের অধিকাংশই জেলার বাইরে থেকে আসা এবং স্থানীয়ভাবে কিছু আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে। তারা বলছেন, আক্রান্তদের অধিকাংশই বয়সে তরুন। একটি বিশেষ সুত্র জানিয়েছে, কুষ্টিয়া শহর ও উপজেলাগুলোতে প্রায় কয়েক শত আবাসিক হোটেল, বে-সরকারী, সরকারী, এনজিও পরিচালিত রেষ্ট হাউস রয়েছে। এখন বসন্তকাল। রোদ-বৃষ্টি কম। আবহাওয়াটা অনুকুলে। প্রতিদিন এসব আবাসকি হোটেল, রেষ্ট হাউসে রাজধানী ঢাকা, চট্রগ্রাম, সিলেট, পাশ^বর্তি দেশ ভারতের মানুষের আসা যাওয়া শুরু হয়েছে। ভ্রমন, ব্যবসা, চিকিৎসা এমনকি কিছু কিছু আবাসিক হোটেল ও রেষ্ট হাউসে যাতায়াত রত অনেক গেষ্টের প্রকৃতপক্ষে জেলায় আসার নির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। এ ছাাড় বিয়ে, মুসলমানী, ফুটবল খেলা, সামাজিক দুরুত্বের সাইন বোর্ড দিয়ে নানা রকম অনুষ্ঠানাদি করার প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে। এর ফলে কুষ্টিয়ায় গত দেড় সপ্তাহে আশংকাজনক ভাবে করোনা সক্রমন বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ স্বাস্থ্য বিধি অনুযায়ী অন্যজেলা, বিদেশ থেকে আগত যে কোন ব্যক্তিকে কমপক্ষে ২ সপ্তাহ হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে থাকতে হবে কিন্তু কুষ্টিয়ায় গত কয়েক মাসে কে কোথায় কত জন কোয়ারেনটাইনে আছেন তার কোন তথ্য নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640