কাগজ প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্যদিয়ে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এর পর বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা। এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে বাদ যোহর দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে।
Leave a Reply