খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে পুরুষ ওয়ার্ডের ৩ নং বেডে মৃত্যুর ঘটনা ঘটে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় গত ১৪ /৩/ ২০২১তারিখে এক ব্যক্তি জ্বর ঠান্ডা কাশি আজমা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে দেখে করোনার সিমটম পেয়ে করোনা টেস্ট করানোর জন্য ওইদিনই স্যাম্পল নিয়ে থাকেন পরবর্তীতে সাইদুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ৩ নং বেডে ভর্তি করা অবস্থায় চিকিৎসা দেওয়া হয়। সাইদুর রহমান খোকসা রমনাথপুর গ্রামেরমৃত আমানত’র ছেলে।স করোনা রিপোর্ট আসার আগেই গ্রভিটি ওই বেডা মারা যান জেলার পিসিআর ল্যাব হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী কুষ্টিয়ার খোকসায় সর্বোচ্চ ৯ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। করোনা শুরু হওয়ার পর থেকে এটা খোকসার একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নতুন আক্রান্ত সবাই খোকসা পৌরসভার কমলাপুরের বাসিন্দা। এদের সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে৷ মঙ্গলবার নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা। এদের মধ্যে ৪ জনের বয়স ৫০ এর উপরে, আর ৫ জনের বয়স ৫০ এর মধ্যে৷ করোনার এই নতুনভাবে আগমনে তুলনামূলকভাবে তরুণ বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ। যা অত্যন্ত ভীতিকর। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলায় আইসোলেশনে থাকা সাইদুর রহমান বিশ্বাস (৫৫) নামে একজন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে এ নিয়ে উপজেলায় মোট ৫ জন করোনা রুগীর মৃত্যু হল। উপজেলা খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ মার্চ পর্যন্ত খোকসার করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫০ জন। আর আইসোলেশনে আছেন ১২ জন ও মারা গেছেন ৫ জন।
Leave a Reply