1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 2:17 pm

সৌদি আরবে বিদেশি কর্মীদের নতুন দিনের সূচনা

  • প্রকাশিত সময় Monday, March 15, 2021
  • 202 বার পড়া হয়েছে

শ্রম আইনে গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্য দিয়ে বিদেশি কর্মীদের জন্য নতুন দিনের সূচনা হল সৌদি আরবে।

দেশটিরকাফালাব্যবস্থায় পরিবর্তন আনায় বেসরকারি খাতের বিদেশি শ্রমিকরা এখন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন বা দেশত্যাগ করতে পারবেন।

সেইসঙ্গে সরকারি চাকরির জন্য সরাসরি আবেদন করার সুযোগও উন্মুক্ত হচ্ছে বিদেশিদের জন্য, যা রোববার থেকেই কার্যকর হয়েছে বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পত্রিকাটি লিখেছে, বড় ধরনের এই সংস্কারে বিদেশিদের সঙ্গে সব কাজের চুক্তি ডিজিটালি রেকর্ড করা হবে।তাদের যে বসবাসের অনুমতি দেওয়া হবে, তাতে নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে চাকরি করার বাধ্যবাধকতাও আর থাকবে না।

প্রায় এক কোটি বিদেশি কর্মী এই আইনি সংস্কারের সুবিধা ভোগ করতে পারবে বলে আরব নিউজ জানিয়েছে।  

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে ২০ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করেন। প্রতি বছর তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে পাঠান। নতুন নিয়মের সুবিধা নিয়ে তারাও অপেক্ষাকৃত ভালো কাজের চেষ্টা করতে পারবেন এখন।

সৌদি আরবের মানবসম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গতবছরের নভেম্বরে কাফালা ব্যবস্থা সংশোধনের পরিকল্পনার কথা জানিয়েছিল।

সাত দশকের পুরনো ওই নিয়মে বিদেশি কর্মীরা যে স্পন্সর নিয়োগকর্তার অধীনে সৌদি আরবে যেতেন, তার অধীনে এবং তার নির্দেশেই তাকে চলতে হত। ফলে কাজ পরিবর্তন বা দেশে ফেরার স্বাধীনতাও তার থাকত না।

কারণে নিয়োগকর্তার হাতে বিদেশি শ্রমিকদের নির্যাতিত হওয়ার অসংখ্য অভিযোগ বিগত বছরগুলোতে সংবাদমাধ্যমে এসেছে।

আরব নিউজ লিখেছে, সৌদি আরবে অবস্থানরত বিদেশি কর্মীরা শ্রম আইনের এই সংস্কারকে সানন্দে স্বাগত জানিয়েছে, কারণ এর মধ্য দিয়ে কাজের ক্ষেত্রে তাদের স্বাধীনতা বাড়বে।   

পাঁচ বছর আগে ভারত থেকে সৌদি আরবে গিয়ে চাকরি শুরু করা ইমরোজ আবদুলরমান আরব নিউজকে বলেছেন, “আমি এখানে আসার পর থেকে এটাই সবচেয়ে আনন্দের খবর।

ভারতীয় এই নাগরিক জানান, চার বছর আগে চাকরি বদলে অন্য একটি পরিবারে কাজ নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই প্রক্রিয়া এতটাই জটিল, যে তার সমস্যা মিটতে বহুদিন সময় লেগে যায়। 

এখন যেটা হল সেটা বড় ধরনের পরিবর্তন। বহু মানুষ এর সুফল পাবে। আমি কোন কাজ করবসেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও আমার বাড়বে। আমার মত বহু মানুষ সামনে এর সুবিধা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640