1. nannunews7@gmail.com : admin :
October 18, 2024, 6:27 am
শিরোনাম :
রিভিউ আবেদন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ১০ যুক্তি বিএনপির পল্লী বিদ্যুৎ কর্মীদের ব্ল্যাকআউট ‘কমপ্লিট শাটডাউনের’ আলটিমেটাম সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক সেনাপ্রধান আজিজের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আজ বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৪ তম তিরোধান দিবসের উদ্ধোধন কুষ্টিয়া সার ও ডিমের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা বড় হচ্ছে উপদেষ্টা পরিষদ, একাধিক মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা মেঘনা নদীতে ঝুলন্ত সেতু-হাওরের উড়াল সড়ক প্রকল্প বাতিল হচ্ছে মিরপুরে জমি বিক্রির নামে টাকা গ্রহণ করে প্রতারণার অভিযোগ দেলোয়ার মেম্বরের বিরুদ্ধে, থানায় অভিযোগ সরকারের ভাবনায় পোশাক শ্রমিকদের জন্য পেনশন

মৌসুমি নয় সবসময় জনসেবায় মত তাদের

  • প্রকাশিত সময় Monday, March 15, 2021
  • 439 বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ করোনা পরিস্থিতি এসে জনসেবা,  স্বেচ্ছা সেবায় মানুষের দৃষ্টি যেমন বেড়েছে তেমন বেড়েছে জনসেবা করতে মানুষের আগ্রহ। তার ওপর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর আবহ যোগ করেছে তৃণমূলের জনসেবায় বাড়তি মাত্রা। গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের  বদৌলতে এসব জনকল্যাণমুখী কার্যক্রমের অধিকাংশ খবরই পৌঁছে যাচ্ছে সর্বসাধারণের কাছে। প্রথম ধাপের নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়নগুলো না থাকায় অনেকটাই ঢিমেতালে এগুচ্ছে পদ প্রার্থীচ্ছুরা। ওয়ার্ডের মেম্বর আর ইউনিয়নের চেয়ারম্যান হতে ইচ্ছুক ব্যাক্তিদের অধিকাংশই করোনা কালের শুরু থেকে জনগণের পাশে নানান সহায়তা নিয়ে দাড়িয়েছে। নতুন-পুরোনো সবাই ভোটের মাঠে ক’দিন আগেও উপজেলার সর্বত্র নিজনিজ নির্বাচনী এলাকায় প্রচারণা, গণসংযোগ, আনুষ্ঠানিকতা, শোডাউন ও জনসেবা   চালিয়েছেন। নির্বাচন পিছিয়ে যাওয়ায় এখন অনেকটাই স্থবির অধিকাংশ প্রার্থীর কার্যক্রম। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ২৫ জনের বেশি ব্যাক্তির সাথে কথা বলে  জানা গেছে, ভোট পিছিয়ে যাওয়ায় এলাকায় যোগাযোগ, খোঁজখবর রাখা, সহায়তা সহযোগিতা করা কমে গেছে। আবার নির্বাচনের হাওয়া উঠলে শুরু হবে। অগ্রযাত্রায় মানব কল্যান ফাউন্ডেশন  দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রকৌশলী সাকীল খান ইতোমধ্যেই নিজ উপজেলায় সুপরিচিত  সমাজসেবক ও সংগঠক হিসাবে। সমাজ সেবায় ‘মৌসুমি হাওয়া’ প্রসঙ্গে মতামতে তিনি বলেন, জনসেবা হয় নিঃস্বার্থ; তবেই মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। প্রতিটা সময়ই মানুষের পাশে থাকার, জনকল্যাণকর কাজ করার। রাজনীতি হোক মানবিক কাজের জন্য, জনগণের সেবার জন্য, এমনটাই প্রত্যাশা। সামর্থ্যবান ব্যক্তিরা মৌসুমের অপেক্ষা না করে সবসময়ই যেন জনসেবা-সমাজসেবা চলমান রাখেন এই কামনা ইঞ্জিনিয়ার সাকীল খানের। সম্প্রতি অসহায় বৃদ্ধা আতর জানের ঘর নির্মাণ ও খাবারের ব্যবস্থা, বিধবাদের স্বনির্ভর করতে উদ্যোগ, করোনা কালে ঈমাম-মুয়াজ্জিনদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাড়ানো, দৌলতপুর দূর্যোগ সমন্বয় কমিটিতে কাজ করা, ব্যক্তিগত উদ্যোগে ভালোবাসার উপহার বিতরণ করা সহ নানামুখি জনসেবা মূলক কাজ করে প্রশংসিত হয়েছেন প্রকৌশলী সাকীল  খান। এছাড়া দেশব্যাপী জনসেবা মূলক কার্যক্রমেও বিভিন্ন সংগঠন ও সংস্থার ব্যানারে কাজ করছেন তিনি। এদিকে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ তার মতামতে জানান, প্রতিটা দিনই প্রতিটা সময়ই মানুষের কল্যাণে কাজ করার উপযুক্ত সময়। বরং জনসেবা করতে পারাই সৌভাগ্যের। দুস্থ অসুস্থকে চিকিৎসা দেয়া, অস্বচ্ছল কে বিয়ের সহযোগিতা করা,শীতার্তদের শীতবস্ত্র বিতরণ ও করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট তৈরি হলে খাদ্যসামগ্রী বিতরণের মতো উল্লেখযোগ্য কাজে মোতাছিম বিল্লাহ নিজ এলাকায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সারাদেশে জনকল্যাণমুখী কাজ করছে তার সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আল-সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজের বাংলাদেশ সমন্বয়ক মোঃহুমায়ুন কবির অসহায়দের আস্থায় পরিনত হয়েছেন ব্যাক্তিগত ও তার পরিচালিত প্রতিষ্ঠানের কার্যক্রমে। গৃহহীনদের বাসযোগ্য বাড়ি, উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ, টিউবওয়েল প্রদান, দুস্থ জটিল অসুস্থদের চিকিৎসায় মাসিক খরচ প্রদান, অসহায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সহায়তা,বিধবাদের সহায়তা তাদের নিয়মিত কার্যক্রম। প্রতিষ্ঠানের উদ্যোগে শিগগিরই একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ণাঙ্গ রূপ দিতে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক  হুমায়ুন কবির। জনসেবা মৌসুমী না হয়ে সবসময়ের হওয়ার পক্ষে মত দিয়ে হুমায়ুন কবির বলেন, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়ানো মানুষ হিসাবে দায়িত্ব বলে মনে করি। সৃষ্টিকর্তা মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করি সবসময়ই। কুষ্টিয়ার দৌলতপুরের ১৪টি ইউনিয়নে ৮ লাখের কাছাকাছি লোকের বসবাস। কৃষি ও বাণিজ্য নির্ভর এই উপজেলার অধিকাংশ মানুষ শ্রমজীবী। উন্নয়নশীল বাংলাদেশে ভাগ্যবদলের যাত্রায় দেশের অন্যান্য উপজেলার মতো এগিয়ে চলেছে দৌলতপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640