কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার। গতকাল তিনি কুষ্টিয়া এসে পৌছালে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন, অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম। পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের সভাপতিত্বে পুলিশ সম্মেলন কক্ষে পুলিশ হাসপাতালের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি মিলিত হন। এ সময় পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply