খোকসা প্রতিনিধি ॥ রাজবাড়ী পাংশা উপজেলার নাচনা ইউনিয়ন মহাসড়ক মসজিদের সামনে ১৪ ই মার্চ রবিবার আনুমানিক দুপুর একটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। দুর্ঘটনার শিকার হয়েছেন বাদশা শেখের ছেলে কাউসার শেখ (১০)। গাড়ির ড্রাইভার ছিলেন আনোয়ার মোল্লা ছেলে আবুল কালাম (৪২)। স্থানীয়রা বলেন শিশুটি রাস্তা পার হয়ে ওপারে যেতে পিছন দিক থেকে জিপ পাজারু গাড়িটি শিশুটির গায়ের উপরে চাপা দেয় এবং গাড়িটি দ্রত স্থান ত্যাগ করার চেষ্টা করে পরে স্থানীয়রা গাড়িটিকে গতিবেগ করেন। তারা বলেন ঘটনাস্থলেই শিশুটির পেটের একপাশ সিদ্ধ হয়ে যায়, ভুড়ি বের হয়ে আসে এবং মুখ কান দিয়ে রক্ত ঝরতে থাকে। তৎক্ষণাৎ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটির অবস্থা বেগতিক হওয়ায়, শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। জানা যায় খাদ্য মন্ত্রণালয় ১৬/ আব্দুল গনি রোড সচিবালয় (আব্দুল আল মামুন) ফুড ক্যাডার তার ব্যবহৃত গাড়ি নং ঢাকা মেট্রো ঘ (১৪-১৮৬১) তিনি স্বপরিবারে ঢাকা হতে তার নিজ উপজেলা ভেড়ামারা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শনে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে পরিবেশ স্বাভাবিক করেন এবং জিপে পরিবারের সকলকে সসম্মানে অন্য গাড়িতে পাঠিয়ে দেন। এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে পরামর্শ করে শিশুটির সুচিকিৎসা এবং তার আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করেন, হাইওয়ে পুলিশ জিপ গাড়ি জব্দ করার জন্য উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ নেন এবং সচিবের অনুরোধে একটি মুচলেকা দিয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে যান। সচিব আব্দুল আল মামুন বলেন শিশুটির বেঁচে থাকা পর্যন্ত যাবতীয় চিকিৎসা খরচ আর যদি মৃত্যুবরণ করেন তার যা কিছু লাগে সবকিছু আমি বেয়ার করবো। সে সময় পাংশা থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান, কুষ্টিয়ার কাগজ খোকসা প্রতিনিধি মনোজিত মন্ডল, ইউপি সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply