মনোজিত মন্ডল,খোকসা প্রতিনিধি ॥ “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। খোকসা থানার আয়োজনে গতকাল রবিবার সকালে খোকসা থানা চত্বরে পালিত হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মধ্য দিয়ে পুলিশি সেবা জনগণের দার প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ওপেন হাউজ ডে পালিত হচ্ছে। খোকসা থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম এর উপস্থাপনায় উক্ত সভায় খোকসা থানা ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। এই উন্মুক্ত সভায় খোকসা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপজেলার সকল সমস্যা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল বলেন পুলিশই জনতা জনতাই পুলিশ অর্থাৎ পুলিশের সেবা সর্বস্তরের জনগণের সেবা। সঠিক সুন্দর ভাবে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পুলিশ সর্বদা প্রস্তুত। আপনারা পুলিশকে সহায়তা করুন সঠিক সেবা নিশ্চিত করুন। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। তাই মাদক বিষয়ে সুপারিশ করবেন না। তাছাড়াও বাল্যবিবাহ সন্ত্রাস-জঙ্গিবাদ সকল ক্ষেত্রে পুলিশের ভূমিকা রয়েছে। মাদক হলো দেশের সবচাইতে বড় সমস্যা। মাদকের জন্য দেশের অগ্রগতি অর্থহীন হয়ে পড়ছে। তাই সবাই মাদককে না বলুন, কোন পুলিশ কর্মকর্তা মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে কোন আপোষ করা যাবে না।
Leave a Reply