কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের পলেস্তারা খসে সিলিং ভেদ করে নিচে পড়ার ঘটনা ঘটেছে। এতে নার্স ও ইন্টার্নী চিকিৎসক আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দোতলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) এ ঘটনা ঘটে। জানা যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দোতলায় অবস্থিত করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের নিচে সমান্তরালে সিলিং করা ছিলো। তবে অনেক পুরোনো ভবন হওয়ায় ছাদের পলেস্তারা খসে পড়ে সিলিং ধ্বসের ঘটনা ঘটে। চেয়ার টেবিলেই কাজ করছিলেন সেখানকার কয়েকজন নার্স ও ইন্টার্নী চিকিৎসক। এ সময় তারা বুঝে ওঠার আগেই নার্স মৌসুমি, ইন্টার্নী চিকিৎসক তনুজার মাথার উপর এসব আছড়ে পড়ে। সেখানকার কর্তব্যরত সিনিয়র নার্স রহিমা খাতুন জানান, আমি নার্সের ডিউটি রুমের পাশের কক্ষে আছরের নামাজ পড়তে বসার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে এ ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক ডাঃ নাসিমুল বারী বাপ্পির মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেন নি।
Leave a Reply