কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া এফপিএবি শহীদ ময়েজ উদ্দীন পাঠাগার মিলনায়তন জেলখানা মোড়ে সকাল ১১ টায়। গ্লোবাল এফেয়ার্স কানাডা কুষ্টিয়া ( জিএসি) এর অর্থায়নে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ( এফপিএবি ) কুষ্টিয়া শাখার আয়োজনে সিকিউরিং একসেস টু এসআর এইচ ইনফরমেশন এন্ড সার্ভিসেস ডিউরিং কোভিড ১৯ প্রকল্পের আওতায় ডিজিটাল হেলথ ইন্টারভেশন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের অংশগ্রহনে সমন্বয় সভা অনুষ্টিতি হয়। প্রধান কুষ্টিয়া জেলা আইন জীবি সমিতির সভাপতি ও কুষ্টিয়া জজ কোটের জি পি, আ স মা আক্তারুজ্জামান মাসুম, সভাপতিত্ব করেন এফপিএবি কুষ্টিয়ার সহ সভাপতি মামুনার রশীদ বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি চৌধরী মর্শেদ আলম মধু,কুষ্টিয়া বœাষ্ট এর সমন্বয়কারী এ্যাডভোকেট শস্কর মজুমদার, স্বাগত বক্তব্য রাখে ন এফপিএবি কুষ্টিয়ার জেলার ভারপ্রাপ্ত কর্মকতা মোছাঃ সাবিনা ইয়াসমিন,বক্তব্য রাখেন,ডেইলী সান কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা। মিরপুর উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার মোঃ আব্দুল মুতালিব,আজমীরা মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,মেডিকেল অফিসার ডাঃ নাফিসা রহমান,ডাঃ মোছাঃ মুনমুন নেছা, দৈনিক দেশের বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, সভা সঞ্চালন করেন কোর্ডিনেটর মুশফিকুর রহমান।
Leave a Reply