ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশ ভেড়ামারা থানার আয়োজনে গতকাল রবিবার বিকেলে থানা চত্তরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ এলডিএস থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ওসি (তদন্ত) মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার-উল-আজিম, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠানে প্রোজেক্টরের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষণ ও সরকারের উন্নয়ন মূলক একটা প্রামান্ন চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠােেন দ্বিতীয় অধিবেশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশত্ববোধক সংগীত পরিবেশন করা হয়।
Leave a Reply