কাগজ প্রএিবদক ॥ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি-২০২১-২০২২ সাল মেয়াদের নবনির্বাচতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পদক কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পদক। গত শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র নতুন হলরুমে এক আনন্দঘোন পরিবেশের মধ্য দিয়ে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি সিনিয়ির আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী’র সভাপত্বিতে অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র সিনিয়র বিজ্ঞ আইনজীবী (জিপি) এ্যাড, আ.স.ম.আখতারুজ্জামান মাসুম, সাধারণ সম্পদক আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষে নির্বাচিত তরুণ, মেধাবী ও বিজ্ঞ আইনজীবী এ্যাড, দেওয়ান মাসুদ করিম মিঠু সহ নবনির্বাচতি কার্যনির্বাহী পরিষদের সম্মানীত সকল বিজ্ঞ আইনজীবী নেতাগণকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাধারণ সম্পদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরণের পালা শেষ হলে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র সাবেক কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। শুভেচ্ছা বক্তব্যের পর পরই শুরু হয় দায়িত্ব হস্তান্তরের সেই মাহেন্দ্রক্ষণ। সাবেক কার্যনির্বাহী পরিষদের মেয়াদ কালে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাব নম্বর, লেনদেনের চেক বই, এফডিআর, অডিট রির্পোট সহ সকল হিসাব-নিকাশ লিখিতভাবে নবনির্বাচতি কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পদক এ্যাড, দেওয়ান মাসুদ করিম মিঠু হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এর পরই বক্তব্য রাখেন সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতিসিনিয়ির আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড. অনুপ কুমার নন্দী এবং নবনির্বাচতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র সিনিয়র বিজ্ঞ আইনজীবী (জিপি) এ্যাড, আ.স.ম.আখতারুজ্জামান মাসুম। দায়িত্ব হস্তান্তর শেষে রাখেন নবনির্বাচতি কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু তার বক্তব্যে বলেন, আমার বিজয়ের সাথে যে সকল সুপরামর্শক আমাকে সার্বক্ষনিক পরামর্শ ও সহযোগিতা করেছেন আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি যাদের পরিশ্রম আর মেধার কৌশলে সাধারণ আইনজীবী থেকে নির্বাচিত হয়ে বিজ্ঞ আইনজীবীদের নেতা হয়ে উঠেছি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বিজ্ঞ আইনজীবীগণ আমার উপর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি যেন আপনাদের সার্বিক সহযোগিতায় আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষে সে দায়িত্ব পালন করতে পারি সেই দোয়া করবেন। আগামীর পথ চলা যাতে সফলতার পথ চলা হয়। সেদিকে লক্ষ রেখেই আমি কাজ করবো। সব সময় আইনজীবীদের পাশে এবং সাথে থেকে চলতে চাই। আগামী আর যেন কোন সিনিয়র ,জুনিয়র বিজ্ঞ আইনজীবীদের অধিকার ও মান সম্মান ক্ষুন্ন না হয় সে চেষ্টা করবো। এই সমিতির সীমিত সম্পদ ও আয় থেকে আমি আপানাদের ভালটুকু দেয়ার চেষ্টা চালিয়ে যাবো। মিঠু আরো বলেন, নির্বাচনে হার-জিত থাকবে। নির্বাচনে সবাই জিতবে এমনটি নয়। আবার সবাই হারবে তাও নয়। আমি আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল পরাজিত প্রার্থী বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র সার্বিক উন্নয়নে এবং নির্বাচনে আমার দেয়া প্রতিশ্রুতি বিজ্ঞ আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠায় ও আইনজীবীদের পেশাগত মানন্নোয়নে সব সময় তাদের পাশে থাকার অঙ্গিকার করছি। আলোচনা শেষে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পদকসহ অন্যান্য নেতৃবৃন্দ সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পদক অন্যান্য নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
Leave a Reply