কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের প্রয়াত এম মাহমুদ হোসেন সাচ্চু চেয়ারম্যানদের পৈত্রিক বাড়ীতে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক দ্বন্দের জেরে বড় ভগ্নিপতি আনছার আলী মন্ডল (৬৫) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্ববরণ করেছেন। গতকাল সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে তিনি মৃত্ব্যবরণ করেন। পরে লাশের ময়নাতদন্ত শেষে বাদ এশা পশ্চিম মজমপুর বায়তুল জান্নাত জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় প্রয়াত সাচ্চুর বোন সানজিদা আক্তার কলি বাদী হয়ে মাহফুজ হোসেন মুকুল, নিলুফা হোসেন ওরফে বেলী, হক্কা গুল ফ্যাক্টরীর মালিক আনোয়ার হোসেন মুন্নাসহ ৮ জনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী সানজিদা আক্তার কলি তার মায়ের নামীয় ২ বিঘা জমি বোন নিলুফা হোসেন ওরফে বেলী যোগসাজসী করে জাল দলিল করে নিজেদের বলে দাবী করে। এ ব্যাপারে কুষ্টিয়া জজ কোর্টে দেং ১৯৮/২০২০ মামলা দায়ের করেন। মামলাটি চলমান অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল অনুমান সাড়ে ৫টার দিকে আসামী নিলুফা হোসেন ওরফে বেলী ভাই-বোনদের না বলে জোরপুর্বক বসতবাড়ীতে পাকা ঘর নির্মাণ করছে এমন খবর পেয়ে সানজিদা আক্তার কলি ও তার বড় ভগ্নিপতি আনছার মন্ডলসহ কয়েকজন সেখানে যায়। মামলা চলমান অবস্থায় কিভাবে ঘর করছে এমন প্রশ্ন করলে মামলায় উল্লেখিত আসামীগণ তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং সংঘবদ্ধ হয়ে কাঠের বাটাম, হাতুড়ী, ইটপাটকেল ও লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। এ সময় কলি গালাগালি করতে নিষেধ করলে মামলার ১ নং আসামী , তাকে উচিত শিক্ষা দিয়ে দে, এমন হুকুম পাওয়া মাত্র ২ নং আসামী মাহিন (২৩) পিতা রহুল আমীন হাতে ইট নিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে সে মাথায় সরিয়ে নেয়ায় তার চোয়ালে লেগে ভেতরে ফেটে রক্তপাত ঘটে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে ৩নং আসামী নিলুফা হোসেন ওরফে বেলী তার হাতে থাকা কাঠের বাটাম দিয়ে কলির বুকে-পিঠে, মাজায়, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী পেটাতে থাকে। এতে তার গলায় থাকা ১২ আনা ওজনের একটি গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। এর পর ৪ নং আসামী আনোয়ার হোসেন মুন্না পিতা হক্কা হোসেন তার চুলের মুঠি ধরে টানা হেচড়া করতে করতে বুকের ওড়না সরিয়ে দেয়। এ সময় তার আত্মচিৎকারে বড় ভগ্নিপতি সদ্য প্রয়াত আনছার আলী মন্ডল তাকে ঠেকাতে ছুটে আসলে আনোয়ার হোসেন মুন্না তার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে হত্যার উদ্দেশ্যে তার গলার উপর পা রেখে মামলায় উল্লেখিত আসামীগণ ধরে রাখে। এ অবস্থায় মৃতপ্রায় আনছার আলী মন্ডলকে উদ্ধারের জন্য কলিসহ উপস্থিত সকলের আত্মচিৎকারে কলির ছোট বোন সুমাইয়া আক্তার মীম, রিপালী হোসেন, সাকিব হোসেনসহ স্বাক্ষীগণ ছুটে আসলে আনছার আলীকে ছেড়ে দিয়ে দেয় এবং মামলার বাদীসহ উপস্থিত স্বাক্ষীগণের সম্মুখে এ ব্যাপারে কোন মামলা মোকদ্দমা করলে বাদীসহ সকলেকে দেখে নেয়ার হুমকিও প্রদান করে। এর পর গুরুতর আহত আনছারী আলীকে প্রথমে কুষ্টিয়া ২শ ৫০ শর্যার হাসপাতাল পরবর্তিতে রাজশাহী মেডিকেল, ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। গত ৪ মার্চ ঢাকা থেকে পুনরায় তাকে কুষ্টিয়া ২শ ৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল অনুমান সকাল সাড়ে ১১টার দিকে তিনি মৃত্ব্যবরণ করেন। পরে তার লাশের ময়নাতদন্ত শেষে রাতে তার দাফন সম্পন্ন হয়।
গতকাল পশ্চিম মজমপুর আনছার আলী মন্ডলের বাড়ীতে মৃত্ব্যর সংবাদ পৌছালে শত শত মানুষ তাকে এক নজর দেখতে ছুটে আসে। এ সময় তার শোকাহত পুত্র সাকিব হোসেন জানান, তাঁর পিতাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তাঁর পিতা একজন মুক্তিযোদ্ধা। সে জানায়, তার খালা নিলুফা হোসেন ওরফে বেলী ও খালু আনোয়ার হোসেন মুন্নাসহ কয়েকজন মিলে তার পিতাকে গত ১৯ ফেব্রুয়ারী তার নানা বাড়ীর প্রধান ফাটকে হামলা করে। সে তার পিতা হত্যার বিচার চেয়ে অবিলম্বে আসামীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়।
মামলার বাদী সানজিদা আক্তার কলি জানান, বাড়ীর জমিটি তার মায়ের নামীয় এটি যখন তার বোন নিলুফা হোসেন ওরফে বেলীসহ মামলায় উল্লেখিত গণ জাল দলিল করে নেয়। এর পর তার তারা পারিবারিক ভাবে বসার সিন্দান্ত গ্রহন করে। এ ফাঁকে বসত বাড়ীতে পাকা ঘর নির্মাণের খবর পেয়ে বাড়ীতে ছুটে যায়। এ সময় তার বড় ভগ্নিপতি আনছার আলী মন্ডল তাদের ঠেকাতে যায়। সে সময় তার বোন পুত্র মাহিনসহ আসামীগণ তার ভগ্নিপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারী কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করতে গেলে থানা মামলা গ্রহন না করায় তাকে আদালতে মামলাটি দাখিল করে। গত ৫ মার্চ থানায় মামলাটি রুজু হয়। মামলার বাদী কলি ও ছোট বোন সুমাইয়া আক্তা মীম জানায়, মাহিন মুঠোফোনে তাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে। যা ভাষায় প্রকাশ করা যায় না। এ ব্যাপারে এ হত্যা কান্ডের সুষ্ঠু তদন্তপুর্বক বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানান, যেহেতু এ ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। সে কারণে লাশটির ময়নাতন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে। আর যতদুর শুনেছি, মামলার বাদী তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আর যেহেতু মামলার ভিকটিম মারা গেছেন। সে কারণে আমার আদালতের কাছে ৩০২’র ধারার জন্য আবেদন করবো, বলেও তিনি জানান।
Leave a Reply