কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ডিন’স সভায় এ সিদ্ধান্ত পাস হবে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন। উপাচার্য বলেন, আমরা পরীক্ষা নিতে গেলাম আবার শিক্ষার্থীরাও আসল, পরে আবার পরীক্ষা বন্ধ করতে হলো। এমন অবস্থায় পরীক্ষা নেওয়া ঠিক হবে না। তাই যে পরীক্ষা হচ্ছে তা বন্ধের নির্দেশ দিয়েছি। মঙ্গলবার ডিনদের আনুষ্ঠানিক সভায় এটি পাস করা হবে। উপাচার্য আরও বলেন, সরকার থেকে যে সিদ্ধান্ত এসেছে তা আমরা শতভাগ মেনে চলব এবং সেই অনুসারে শিক্ষা কার্যক্রম চলবে। দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে
Leave a Reply