কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থানীয় সরকার উপ-সচিব মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কলেক্টরেট চত্বরে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যক্তি পর্যায়ে ২ জন এবং সাংগঠনিক পর্যায়ে সর্বচ্চ ৫ জন এ পুষ্পার্ঘ অর্পণে অংশগ্রহন করেন। এ ছাড়া কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উপস্থিত ছিলেন। একই সাথে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে সওজ, গণপুর্ত নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে জেলা গণপুর্ত অধিদপ্তর, জেলা কাষ্টমস্ এন্ড ভ্যাট এক্সাসাইজ, জেলা সমাজ সেবা অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরসহ পৃথক পৃথক ভাবে বিভিন্ন সরকারী, বে-সরকারী, শায়ত্বশাসিত, এনজিও প্রতিষ্ঠান র্যালী নিয়ে শহীদ মিনারে ১৯৫২ সালের সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা রেখে পুষ্পার্ঘ অর্পন করে। এর পর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহামিনুল আল জিহান, সবুজ হাসান, রিজু তামান্না।
Leave a Reply