কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ১২৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার অধিকঅংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। এ জেলায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলে ১২৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৮০৫টি। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সংখ্যা ৪৪৬টি। যার মধ্যে অধিক অংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মিনার। জেলায় ১৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কিছু কিছু প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও তা বছরের পর বছর পড়ে থাকে অযতœ ও অবহেলায়। এসব শহীদ মিনারে কখনও গবাদিপশুর বিচরণ আবার কখনও বখাটেদের আড্ডাস্থলে পরিণত হতে এমন চিত্রও দেখা গেছে। এদিকে শহীদ মিনার না থাকায় প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকে প্রতি বছর বঞ্চিত হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীরা জানান,বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশি¬ষ্টদের উদাসীনতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে না বলে জানান তারা। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শহীদ মিনার নির্মাণের দাবি তারা। কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান বলেন, এ জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮০৫ টি। এর মধ্যে ১৯৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। ‘শহীদ মিনার না থাকার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত বাকি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনারের জন্য বরাদ্দ দেয়া হবে। শহীদ মিনার গুলো দেখাশুনা করার জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন,আমরা কথা বলেছি দ্রুত সময়ের মধ্যে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে। কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু বলেন,‘স্বাধীনতার ৫০ বছরেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকা সত্যিই এটি দুঃখজনক। এ জেলায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানতে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ করা জরুরি বলে জানান তিনি।
Leave a Reply