রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের প্রতিটি গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষ একই রকম নাগরিক সেবা ও সুযোগ দেয়া হবে। সবার জীবনমান উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার আর্থসামাজিক উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছে সরকার। শুধু নিজে ভালো থাকলে হবে না, সবাইকে ভালো রাখতে হবে, তবেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। কন্যা সন্তানদের সবগুণে গুণান্বিত ও স্বাবলম্বী করতে হবে। ঘরে ঘরে কন্যারতœ তৈরি করতে হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলার চেয়ারম্যান ফারুক আলম টবি, ইউএনও সোলেমান আলী, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ।
এর আগে, সকালে বোদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৭০০ শিক্ষার্থীর আত্মরক্ষা ও ক্ষমতায়নে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন।
Leave a Reply