কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ও মাস্টার্স অব ফিলোসফি (এমফিল) ডিগ্রির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন বিভাগের শ্রেণি কক্ষে শুরু হয় এ পরীক্ষা। দুপুর ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। ইবির উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড শাহিনুর রহমান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মাদ সোলাইমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক এয়াকুব আলী প্রমুখ। একাডেমিক অফিস সূত্রে জানা যায়, এবার এমফিল ও পিএইচডির ভর্তি পরীক্ষায় আবেদন করেন মোট ৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এমফিলে ৩৪ জন ও পিএইচডিতে ৪৯ জন শিক্ষার্থী আবেদন করেন।
Leave a Reply