মেহেরপুর প্রতিনিধি ॥মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ–পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী প্রমূখ।
Leave a Reply