মেহেরপুর প্রতিনিধি ॥ আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র রয়েছে, মুক্তিযুদ্ধের আগে থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে চলতে হচ্ছে আমাদের এবং সবসময় প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠি এ দেশের উন্নয়ন চাই না তারা একাত্তরের পরাজিত শক্তির অংশ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিভাবে এই এগিয়ে যাওয়াটাকে কলঙ্কিত করা যায় সে জন্য আল জাজিরা মিথ্যা একটি অসৎ উদ্দ্যেশে প্রচার করেছে। স্বাধীনতা বিরোধী শক্তি তাদের ব্যর্থ চেষ্টা করছে এগুলোকে আমরা দূর্বোল মনে করি। স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে তাদের মুখে ছাই দিয়ে দেশ এগিয়ে যাবে বলেও তিনি বলেন। রবিবার দুপুর ১টার দিকে গৌরিনগর খালের পুণ:খনন কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply