কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া থেকে বিদায় নিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। গতকাল রবিবার সকালে সকল অনুষ্ঠানিকতা শেষে তিনি বিদায় গ্রহণ করেন। বিদায়ী পূর্বে সকাল ১০ টায় তিনি তাঁর নিজ কার্যালয়ে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় স্থানীয় সরকার উপ–পরিচালক (ডিডিএলজি) মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, এডিএম মোঃ সিরাজুল ইসলাম সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামকে সাথে নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের ট্রেজারী অফিস পরিদর্শন শেষে ক্যালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের আত্মর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় স্থানীয় সরকার উপ–পরিচালক (ডিডিএলজি) মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, এডিএম মোঃ সিরাজুল ইসলাম সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদ হাসান শিপ্লু, সমকাল ও ডিবিসি কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, যুগান্তর কুষ্টিয়া প্রতিনিধি জুবায়ের রিপন, দৈনিক খবর কুষ্টিয়া প্রতিনিধি মোঃ রাশিদুজ্জামান খান টুটুলসহ কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এরপর তিনি সহকর্মী, শুভাকাঙ্খীসহ উপস্থিত সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান বাংলোতে। সেখানেও উপস্থিত সকলের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে পরিবারসহ কুষ্টিয়া ত্যাগ করেন। উল্লেখ্য গত ২৮ জানুয়ারি মোঃ আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ–সচিব হিসেবে বদলি করা হয়। এদিকে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম শনিবার রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে এসে পৌছান। রবিবার যোগদানের মধ্যদিয়ে দিয়ে তিনি দায়িত্ব পালন করে চলেছেন।
Leave a Reply