মনোজিত মন্ডল,খোকসা প্রতিনিধি ॥ খোকসার ঐতিহ্যবাহী কালীপূজায় প্রথম দিনেই ভক্ত মন্ডলীর উঠছে পড়া ভিড় মন্দির প্রাঙ্গণে। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য দেশ-বিদেশের ভক্ত মন্ডলী পূজার জন্য মায়ের মন্দিরের সামনে ভিড় জমিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে মায়ের পূজা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব খোকসার ঐতিহ্যবাহী কালীপূজা । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের এই ঐতিহ্যবাহী কালীপূজা একটি নিদর্শন ও পর্যটন কেন্দ্র। অমাবস্যা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঐতিহ্যবাহী কালী পূজার আনুষ্ঠানিকতা শুরু। এ পূজা উপলক্ষে সাড়ে সাত হাত লম্বা বিশাল দেহের দৃষ্টিনন্দন কালী প্রতিমা তৈরি হয়। এবার মহামারী করোনাভাইরাস এর কারণে খোকসার ঐতিহ্যবাহী কালীপূজা স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এই ঐতিহ্যবাহী কালীপূজা অনুমানে ছয়শত দুই বৎসর হতে চলছে। আজ ২৮ শে মাঘ ১১ ই ফেব্রুয়ারি দিবাগত রাত থেকেই ঐতিহ্যবাহী কালীপূজা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। খোকসা ঐতিহ্যবাহী কালীপূজা কমিটি সূত্রে জানা যায়, এবার করণা ভাইরাসের কারণে স্বল্প পরিসরে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে এবার মেলা হচ্ছে না। এখানে পূজা অর্চনার মধ্য দিয়েই এর আনুষ্ঠানিকতা শেষ হবে। দেশ-বিদেশের ভক্ত মন্ডলী মায়ের পুজা, অর্চনা ও মায়ের দর্শন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পরিসমাপ্তি হবে। এ পূজা সম্পর্কে জানতে গেলে তারা বলেন এটা প্রায় ছয়শত দুই বছর আগ থেকেই এ পূজা হয়ে আসছে। শ্রী প্রণব কুমার ভট্টাচার্য এর সপ্তদশ অধ্যায় পুরুষ রামাদেব তর্কলঙ্কার এ পূজার প্রথম পূজারি ছিলেন।মায়ের প্রজা সুষ্ঠুভাবে হওয়ার জন্য প্রশাসনিক তৎপরতা নজরদারি রয়েছে। প্রথম দিনেই ভক্ত মন্ডলীর কাছ থেকে ছিনতাইকারীরা মোবাইল ফোন স্বর্ণসহ নিয়ে যায়। সিসি ক্যামেরার মাধ্যমে সনাক্তকরণ করা হয়েছে ছিনতাইকারীদের। এ রিপোট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ প্রশাসন।
Leave a Reply