1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 2:49 pm
শিরোনাম :
চার দিন ধরে ভূমিকম্পে কাঁপছে গ্রিসের সান্তোরিনি দ্বীপ তাজিকিস্তানে জেল পালানোর চেষ্টা, পাঁচ আইএস বন্দি নিহত যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী ও অপরাধী নিতে রাজি এল সালভাদর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বলী’ খারাপ অভিজ্ঞতা বেশি মনে রাখি না : ববি হক পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইবি ছাত্র ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধান চায় শিক্ষার্থীরা দৌলতপুরে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক চার ঘন্টা অবরোধ ॥ আশ্বাসে যান চলাচল স্বাভাবিক কারামুক্ত হলেন বিএনপি নেতা রাকিবুল্লা তপন

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নাটোর গ্রীণভ্যালীতে পিকনিক অনুষ্টিত ॥ দৈনন্দিন কাজের গতি বৃদ্ধিতে ভ্রমন খুব জরুরীঃ আতাউর রহমান আতা

  • প্রকাশিত সময় Thursday, February 11, 2021
  • 200 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ দলীয় নেতা কর্মিদের মধ্যে কর্মচাঞ্চল্য রাখতে এবং দৈনন্দিন কাজের গতি আনতে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নাটোর জেলার গ্রীণভ্যালীতে বার্ষিক পিকনিক অনুষ্টিত হয়েছে। গতকাল ভোরে পিটিআই রোডস্থ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বাসভবন থেকে প্রায় ৯টি বাস ও বেশ কয়েকটি প্রাইভেট যোগে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের কাউনিস্লর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতা কর্মিদের সমন্বয়ে পিকনিক পার্টি নাটোর গ্রীণভ্যালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ১১টায় পিকনিক পার্টি সেখানে পৌছে আনন্দ উল্লাস, ঘোরাফেরার মাঝে এক সংক্ষিপ্ত মিলন মেলায় মিলিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, সাংস্কৃতিক জনপদ হিসেবে কুষ্টিয়ার খ্যাতি অনেক দিনের। আজকের এই নাটোর গ্রীণভ্যালীর মত কুষ্টিয়াতেও বিনোদন কেন্দ্র গড়ে উঠবে। এ জন্য কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সারা বছর আমরা ব্যবসা, রাজনীতি, চিকিৎসা, জনপ্রতিধিত্ব, আইনজীবিসহ নানা পেশায় নিয়োজিত থাকে। তাই বছরে অন্তত একবার হলেও পরিবার-পরিজন নিয়ে দুরে কোথাও বেড়াতে গেলে কাজের গতি আসে, মানসিক বিকাশ ঘটে। তিনি বলেন, তাই দৈনন্দিন কাজের গতি বৃদ্ধিতে ভ্রমন খুব জরুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন প্রমুখ । সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরণের ক্রীড়া নৈপুন্য, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640