কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির কুষ্টিয়ার প্রতিটি উন্নয়ন কাজে আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল বিকেলে ডিসি পার্কের শুভ উদ্ধোধন কালে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এ কথা বলেন। তিনি বলেন, হানিফ এমপির নির্দেশনা পেয়ে সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চ, এছাড়া বঙ্গবন্ধু মুর্যালসহ বিভিন্নভাবে উন্নয়ন করতে পেরেছি। জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, কুষ্টিয়াকে আরো উন্নত করার ইচ্ছা ছিলো, কিন্তু সময়ের গতিতে এই কুষ্টিয়ায় প্রায় আড়াই বছর পার করেছি। কখনো মনে হয়নি যে আমি অন্য জেলার সন্তান। কুষ্টিয়ার মানুষ গুলোকে সব সময় মনে হয়েছে আমার অতি আপনজন। তার প্রতিটি কাজে সাংবাদিকেরা ভুমিকা রাখায় এসময় সাংবাদিকদের ধন্যবাদ জানান। এবং এই ডিসি পার্ক নির্মানে কুষ্টিয়া জেলা পরিষদকে সহ যে সকল প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহরের মানুষের বিনোদনের জন্য জেলা প্রশাসক আসলাম হোসেন এই পার্ক নির্মানের উদ্যোগ গ্রহন করেন। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিসেস জেলা প্রশাসক মোছাঃ জাকিয়া সুলতানা, কুষ্টিয়া স্থানীয় সরকার শাখা উপপরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব এর সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ কুষ্টিয়ার সকল উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। কুষ্টিয়া কালেক্টরেট চত্বর ঘিরে, ডিসি পার্ক নির্মান করা হয়েছে। শহরের মানুষের শারীরিক ব্যাম, হাটা চলার জন্য, দুটি পুকুরের চার পাশ দিয়ে নির্মান করা হয়েছে পাকা রাস্তা, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিশুদের বিনোদন ব্যবস্থা রেখে পার্ক নির্মিত হয়েছে। এ পার্কে কিডস্ জোন, শিশুদের জন্য হাতি-ঘোড়ার রেপ্লিকা ও খেলনা সামগ্রী রয়েছে। পাশেই রয়েছে শহীদ মিনার, স্মৃতি স্তম্ভ, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান করার সুযোগ রয়েছে বঙ্গবন্ধু সংস্কৃতি মঞ্চে, এছাড়া বঙ্গবন্ধু মুর্যাল রয়েছে।
Leave a Reply