1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 4:46 pm

স্টেডিয়াম থেকে মোহিনী মিল মাঠ পর্যন্ত ৬ কিঃ মিঃ ॥  কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড়’র উদ্ধোধন করলেন মাহবুবউল আলম হানিফ এমপি

  • প্রকাশিত সময় Monday, February 8, 2021
  • 310 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা থেকে ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উপলক্ষে বিভিন্ন বয়সী পেশাদার ও শৌখিন দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। এতে নারী দৌড়বিদেরও দেখা মেলে। এরআগে দুপুরে শেখ কামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। বাংলাদেশে ইতোপূর্বে ম্যারাথন অনুষ্ঠিত হলেও মুজিববর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় প্রথমবারের মতো এই ম্যারাথন আয়োজন করা হচ্ছে। এই ম্যারাথনে খ্যাতনামা দৌড়বিদরা অংশগ্রহণ করছেন। স্টেডিয়াম থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় দৌড়বিদরা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে মজমপুর, থানা মোড়, বড় বাজার হয়ে মিলপাড়া মোহিনী মিল মাঠ পর্যন্ত দৌড়ান। এ সময় দৌড়ে কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএম (বার) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক,চিকিৎসক সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সড়ক ফাঁকা করা হয়। এছাড়াও রাস্তার দুই ধারে এবং বাসাবাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মানুষ এ ম্যারাথন উপভোগ করেন। প্রায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে শেষ হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640