ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলার সদর হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলায় প্রথম টিকা গ্রহণ করেন ঝিনাইদহ–২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, উদ্বোধনী দিনে ১০৪ জনকে টিকা দেওয়া হবে। এর আগে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
Leave a Reply