মেহেরপৃর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সাংবাদিক বান্ধব জাতির পিতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে আলোচনা বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সহকারী কমিশনার সবিতা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, প্রমূখ।
Leave a Reply