বিগত জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপির প্রার্থী মোঃ রকিবুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খাঁন’র দোয়া মাহফিল মরহুমের বাসভবনে শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা ফাহিমা বানু, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের স্ত্রীসহ আত্মীয় স্বজনের খোঁজখবর নেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply