কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জিমনাস্টিক ক্লাবের (২০২১-২৩) কার্যনির্বাহী পবিষদ গঠনের জন্য নির্বাচনে বাবু-দোলন প্যানেল জয়ী হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১৩ টি পদের জন্য প্রতিদ্বন্দী ২টি প্যনেল হতে মোট ২৬ জন অংশ গ্রহন করেছে। প্রতিদ্বন্দী প্যানেলের সভাপতি পদে নির্বাচন করেছেন মেজর(অবঃ)এজিএম ইকবাল আহমেদ শাহ, সাধারণ সম্পাদক পদে প্রফেসর তৌফিক আহম্মদ তাপস।অপরটিতে সভাপতি পদে এ্যাড আব্দুল মজিদ বাবু সাধারণ সম্পাদক পদে শফিকুজ্জামান দোলন।মোট ভোটারের সংখ্যা ৮৫জন।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যড অনুপ কুমার নন্দী।
Leave a Reply