1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 12:54 am

কুষ্টিয়াকে সাংস্কৃতিক জনপদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি ঃ মোঃ আসলাম হোসেন

  • প্রকাশিত সময় Thursday, February 4, 2021
  • 209 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ বাউল ¯্রমাট লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়াকে সাংস্কৃতিক জনপদ হিসেবে বাস্তবে রুপ দেয়ার চেষ্টা করেছি। সে আলোকে লালন মাজারে একতারা, বাউল ¯্রমাট লালনের মুর‌্যাল স্থাপন, কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ, পুকুর ঘাট নির্মাণ, ডিসি কোর্ট পার্ক নির্মাণ, কয়াতে পার্ক নির্মাণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ীতে ভারতীয় রাষ্ট্রপতির অনুদানের প্রেক্ষিতে সেখানে অতিথিশালাসহ সংস্কার, আধুনিক সার্কেট হাউস নির্মাণের উদ্যোগসহ কুষ্টিয়াকে বাস্তব সাংস্কৃতিক জনপদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। এ জন্য সকলের সহযোগীতায় এ সব কাজ সম্ভব হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এক সৌজন্য স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন দীর্ঘ ২৮ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালন করেছেন। গত ২৮ জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে উপ-সচিব পদমর্যাদা দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত হওয়ার জন্য নিদের্শক্রমে আদেশ প্রদান করা হয়। এর পর থেকে নানা মহলে গুঞ্জন সৃষ্টি হতে থাকে। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান আমার রক্তে কোন দুর্নীতি নেই,আমার বাবা এই দেশ ও জাতির জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, সেহেতু আমি তার আদর্শে মানুষ হয়েছি,তাই আমি বলবো আমাকে নিয়ে যে সকল বিষয়ে দুর্নীতির কথা উলেখ্য করা হয়েছে, সেগুলি মিথ্যা ছাড়া কিছুই নয়,কেননা আমি মহামারী করোনার মধ্যে এই জেলার গরীব দুখি মানুষের পাশে দাড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছি আর আমাকে চাল নিয়ে বলা হয়েছে,,শুধু তাই নয় বালু মহল, সেটা আমি সরকারের রাজস্ব আয়ের কথা চিন্তা করে ইজারা দিয়েছি এবং চাকরিতে বাণিজ্য সেটা বলছে আসলে কি বলবো আমি গাজিপুরে চাকরি করেছি মানিকগঞ্জে এবং বান্দরবানের জেলা প্রশাসক হিসেবেও চাকরি করেছি। কোন জেলাতে আমার চাকনী জিবনে দুর্নীতির ছায়া পর্যন্ত ছুঁতে পারে নাই কিন্তু কুষ্টিয়া জেলায় এসে আমার গায়ে একটি কালো রং লেপনের চেষ্টা করা হয়েছে। তবে যে সকল কথা উল্লেখ করা হয়েছে সেগুলির আসল সত্য জানতে হবে,কেননা আমার স্ত্রীর নামে ফ্লাট কেনার কথা–আসলে কি বলবো আগে জানতে হবে আমি যখন কিনেছি তখন তার মুল্য কত ছিলো,এছাড়া চাকরি নিয়ে বানিজ্য করার স্বপ্ন ও কখনও দেখি নাই যে বা যারা চাকরি পেয়েছেন সবাই তার নিজ যোগ্যতার পেয়েছেন,এছাড়া নিয়োগ বোর্ডে আমি একা থাকি না যে আমার মন গড়া নিয়মে চাকরি দিয়ে দিবো,শুধু তাই নয়,যে জেলাতে সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ সাহেবের মতো সৎ ও যোগ্য নেতা বাস করেন। সেই জেলাতে আমি নয়,আমার যে কোন কর্মকর্তা দুর্নীতি করলে তিনি কোন রকম ছাড় দিতেন না,কারন তিনি সততার সাথে রাজনিতি করেন। এছাড়া কুষ্টিয়াতে জেলা প্রশাসক হিসেবে শুধু আমি নয়-আমার আগে বনমালী ভৌমিক সাহেব ও সৈয়দ বেলাল সাহেব, জহির রায়হান সাহেব,কাউকেই এই মিথ্যা বানোয়াটের কবল থেকে মুক্তি দেওয়া হয়নি,সেহেতু আমি নয় খারাপ এই জেলাতে যে ব্যক্তিই জেলা প্রশাসক হিসেবে যোগদান করুক না কেনো বদলির কথা শুনলেই সেই ব্যক্তিই দুর্নীতি করেছে,এমন সংবাদ পরিবেশন করা মনে হয় মুল মন্ত্র হয়ে গেছে। কতিপয় কিছু সাংবাদিকদের, তার পরে ও আমি বলবো আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট লিখেছেন তাতে আমার দুখ নেই এবং আপনাদের দোয়া করি আপনারা আগামীতে যেনো আর কোন জেলা প্রশাসকের বিদায় লগ্নে কালিমা নিয়ে বিদায় নিতে না হয়। তার জন্য মহান রব্বুল আলামীন-আল্লাহর নিকট প্রার্থনা করবো আগামীতে যেনো সত্য সংবাদ পরিবেশন করতে পারেন এমন ঈমানী ও ধর্মীয় শক্তি দান করেন। আমি কুষ্টিয়া বাসীর সকলের জন্য দোয়া করি,আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন, ভালো থাকবেন। পরিশেষে তিনি এ জেলাতে তার ফেলা যাওয়া স্মৃতি মন্থণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640