1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 4:52 pm

ইবি উপাচার্যের নির্মাণাধীন কাজ পরিদর্শন

  • প্রকাশিত সময় Tuesday, January 26, 2021
  • 264 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . শেখ আবদুস সালাম ক্যাম্পাসে নির্মাণাধীন মেগা প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। আজ ২৬ জানুয়ারি সকালে তিনি আকস্মিক ভাবে ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের (৫তলা অনুভূমিক উর্দ্ধমুখী সম্প্রসারণ তলা), আবাসিক ভবনের (১০ তলা উর্দ্ধমুখী সম্প্রসারণ ১০ তলা), পরমাণু বিজ্ঞানী . এম. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের (উর্দ্ধমুখী সম্প্্র্সারণ তলা), ডরমিটরি (উর্দ্ধমুখী সম্প্্র্সারণ তলা), মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের (উর্দ্ধমুখী সম্প্র্সারণ তলা), চিকিৎসা কেন্দ্রের (উর্দ্ধমুখী সম্প্রসারণ তলা), ব্যবসায় প্রশাসন অনুষদের (উর্দ্ধমুখী সম্প্রসারণ তলা), রবীন্দ্র্নজরুল কলা ভবনের (উর্দ্ধমুখী সম্প্রসারণ তলা) টিএসসিসি (উর্দ্ধমুখী সম্প্রসারণ ২য় তলা)’ চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের সার্বিক বিষয়ে খোঁজ নেন।

এসময় তাঁর সাথে ছিলেন পরিদর্শন টিমের সদস্য ব্যবস্যায় প্্রশাসন অনুষদের ডিন প্রফেসর . রুহুল আমিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্্রফেসর . রেবা মন্ডল, ইইই বিভাগের সভাপতি প্রফেসর . আব্দুল মোমিন, প্রধান নির্বাহী প্রকৌশলী (ভারঃ) মুন্সি শহিদ উদ্দীন মোঃ তারেক পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ, এম, আলী হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640