কাগজ প্রতিবেদক ॥ ৯০র গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বাংলাদেশ ছাত্র মৈত্রীর কুষ্টিয়া জেলার সহসভাপতি ও সরকারী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত কমনরুম সম্পাদক সমাজ বদল সংগ্রামের একনিষ্ঠ কর্মী অকাল প্রয়াত নওয়াব আলীর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এহসানুল হক লাল বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় বিবিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ। স্মরণসভায় নওয়াব রাজনৈতিক জীবনের সতির্থ–সহযোদ্ধা বন্ধু ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আমরা অসংখ্য সূর্যসন্তানদের হারিয়ে চলেছি। সড়ক মহাসড়কে দুর্ঘটনার মাত্রা এখন নিয়ন্ত্রন ও লাগামহীন হয়ে উঠেছে। ঘরথেকে বেরোনোর পর আমরা কেউই নিশ্চিত হতে পারছিনা যে জীবন জীবিকার কাজ শেষে আবার সুস্থ্য স্বাভাবিক জীবন নিয়ে বাড়ি ফিরতে পারব। এমনই এক প্রাণঘাতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আমাদের প্রিয় সহযোদ্ধা বন্ধু স্বৈারাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক ছাত্রনেতা কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক কমনরুম সম্পাদক, সমাজ বদল সংগ্রামী সৈনিক কারাবরণকারী ছাত্রনেতা জিএম, বিএইচটি ইন্ডাষ্ট্রিজ লি: গাজীপুরে কর্মরত ব্যবস্থাপক নওয়াব আলী’কে হারিয়ে আমাদের অপুরনীয় ক্ষতি হয়েছে। স্মরনসভা থেকে প্রয়াত এই ছাত্রনেতার আত্মার শান্তি কামনাসহ তার শোন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন, বাংদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জেলা কমিটি সাধারণ সম্পাদক হাফিজ সরকার, বাসদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফি, জাতীয় গণফ্রন্ট কুষ্টিয়া জেলা সমন্বয়ক আজিজুর রহমান জালাল, সিপিবি কুষ্টিয়া জেলা কমিটির সদস্য নীল কমল বিশ^াস, ৯০র ছাত্র আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল হক পূলক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ড. নওয়াব আলী খান, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর দুলাল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কুষ্টিয়ার সাবেক সভাপতি বিশ^জিৎ সাহা সন্টু ও সরকারী কলেজের সাবেক ভিপি জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।
Leave a Reply