কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা লাবলুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে খোদ একই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রনি খান। গতকাল শরিবার বিকাল ৪ টার সময় শহরের মিলপাড়া মোহিনী মিলের ১নং গেট প্রাঙ্গনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনি খান। তিনি অভিযোগ করেন, দ্বিতীয় দফায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত পৌর নির্বাচনে লাবলু গং নৌকার ভোট প্রদানে বাঁধা দান করে,মিলপাড়া এলাকায় সন্ত্রাসী রঞ্জু বাহিনীর তান্ডবে টাকার বিনিময়ে হত্যার রাজনৈতিক মিশনে লিপ্ত হয়ে উল্টো তার(রনি খান) বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এ সময় তিনি এসব নোংরা কাজের প্রতিবাদ ও নিন্দা জানান। লিখিত বক্তব্যে রনি খান বলেন, ১০নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর গোলাম মোন্তফা লাভলু তার উপদেষ্টা ফজলে করীম খোকা ও গ্যাং প্রধান দ্বীন ইসলাম গং মাদক,অস্ত্র,ধর্ষন,হামলা, সামাজিক প্রতারনা,ভূমি দখল,কিশোর গ্যাং, ত্রান দানে স্বজনপ্রীতি, মিথ্যা খবর পরিবেশন,সরকারি সম্পত্তি লোপাট,মহড়া, ধর্মীয় অনুভূমিতে আঘাত,উস্কানিমূলক বক্তব্যও স্বেচ্ছাচারিতাসহ এহেন কোন খারাপ কাজ নেই যে তারা করে না। এছাড়াও গত ১৭ জানুয়ারি বিকেলে মিলপাড়া দেবীপ্রসাদ স্পোর্টিং ক্লাবে মিথ্যা সাংবাদিক সম্মেলন করেন লাবলু। উক্ত সাংবাদিক সম্মেলনে লাবলুর পরিবেশিত সংবাদ ভিত্তিহীন, কাল্পনিক ও মিথ্যাচারে ভরা। নৌকার দুর্গখ্যাত ১০ নং ওয়ার্ডে জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এই গং মরিয়া। এদের মদদেই আওয়ামী লীগের প্রবীণ মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের হেনস্থা ও অপপ্রচারের লিপ্ত রয়েছে একটি কুচক্রি মহল। এই কুচক্রি মহলের মদদেই ১০নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষগুলো তাদের “ভিটা মাটি পরিচয়” হারানোর নীল নক্সার আশংকায় আছে বলে জানিয়েছেন রনি খান। রনি খান আরও বলেন,১৬ জানুয়ারী পৌর নির্বাচনের গননা শেষে ১০ নং ওয়ার্ডে মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ফলাফল নিয়ে রনি খান,রবিউল হক খান,নুর আলম সহ অনেকে নৌকা প্রতীকের অফিসে যায়। অথচ মিথ্যাবাদী লাবলু কিভাবে বলে কিশোর কুমার ঘোষ জগৎ, রাজা, লিটন, রিপন, হাশেম, সোহেল, ছকো, কামারুল খোকার বাড়ীতে হামলা করেছে। এটি শতভাগ মিথ্যা কথা। খোকার বাড়ী সিসি ফুটেজ দেখলেই সঠিকতার প্রমান হবে। ঐদিন রাতে খোকার বাড়ীর মধ্যে হারা বাহিনীর সকল সদস্য অবৈধ অস্ত্র ও লাঠি নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। নব নির্বাচিত কাউন্সিলর জগৎ আমার জানামতে গণনা শেষ হওয়ার আগেই জননেতা মাহাবুব–উল আলম হানিফ (এমপি) এর বাসভবনে, তার সাথে অবস্থান করছিলো, তিনি জয়ী সংবাদ পেয়ে এমপি মহোদয়ের হাত থেকে মিষ্টি মুখ করছিল। মিথ্যা বাদী লাবলু আরও বলেছে, আমি নাকি গুজবকারী দ্বীন ইসলামের বাড়ী ভাংচুর ও জীবননাশের হুমকি দিয়েছি। দ্বীন ইসলাম একজন অস্ত্রবাজ। সে প্রায়শঃ বিভিন্ন নেতা ও আইন শৃংখলা বাহিনীর নিকট মিথ্যা তথ্য প্রদান করে যা ভিডিও আছে। আমি দৃঢ়তার সাথে বলতে ও প্রমান করতে পারি, খোকা গং–এর সংবাদ সম্মেলন পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন ছিল। শুধু তাই নয় লাবলু ১১ নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে কিভাবে ১০ নং ওয়ার্ডের সভাপতি পদ পাই, যাহা আমার বোধগম্য নয়। নির্বাচনের দিন লাবলুর সহযোগীতায় কিভাবে খোকা সকাল ১০ টার সময় সাংবাদিক পরিচয় ধারন করে নৌকার পোলিং এজেন্টের গায়ে হাত তুলে, এটিও আমার বোধগম্য নয়। গডফাকার খোকাকে যিনি সাংবাদিকের মত এই মহান পরিচয় দিয়েছেন তাকে আমি আপনাদের মাধ্যমে ধিক্কার জানায়। সেই সাথে ওয়ার্ডের মধ্যে নৌকার বিপক্ষে কাজ করা এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পর্কে মিথ্যা সাংবাদিক সম্মেলন করাকে আমি এক প্রকার অপরাধ মনে করি। দলের এই দায়িত্বশীল পদ “ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি” পদে লাবলুর মত শিষ্টাচারহীন, শৃংখলা ভঙ্গকারী, দলের ভাবমুর্তি ক্ষুন্নকারী, দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি, যোগ্য নয় বলে আমি মনে করি। তাকে অবিলম্বে এই পদ হতে অব্যাহতি দেওয়া হোক বলে আমি আশা করি। পরিশেষে আমার বিরুদ্ধে এই গংদের দ্বারা সংগঠিত সকল অপরাধের তদন্ত ও বিচার চাই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক রবিউল হক খান, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজা,সাবেক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া,স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
Leave a Reply