কাগজ প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মুজিববর্ষের উপহার হিসাবে জমিসহ একটি করে দুই কক্ষ বিশিষ্ট ঘর পেলেন কুষ্টিয়ার ১৫৭টি পরিবার। গতকাল শনিবার প্রধানমন্ত্রী দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন–২ প্রকল্পের উদ্বোধন করেন। পরে কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং স্ব–স্ব উপজেলা নির্বাহী কমকর্তাগণ এসব ঘরের চাবি, জমির কাগজ বুঝিয়ে দেন উপকারভোগীদের। এ উপলক্ষে সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, গৃহ ও ভূমিহীনদের ঘর প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বের উন্নত দেশ গুলোর রাষ্ট্রনায়করাও এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। একমাত্র শেখ হাসিনাই গরিব মানুষদের খাওয়া থাকার কষ্ট বুঝতে পেরেছেন। তিনি এক সাথে জমিও দিয়েছেন আবার থাকার জন্য পাকা ঘরও দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার গৃহ ও ভূমিহীন মানুষদের ঘর প্রদান করে মানুষের মৌলিক অধিকার বাস্তবে রুপ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এনএসআই’র যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস–চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস–চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন প্রমুখ। পরে অতিথিরা জমিসহ মিরপুর উপজেলার ৫৬টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ করে জমির কাগজ এবং ঘরের চাবি হস্তান্তর করেন। জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্প–২ প্রথম ধাপে কুষ্টিয়া জেলার ১৫৭টি গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। যার নির্মান ব্যায় ২ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার টাকা। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১টি, মিরপুর উপজেলায় ৫৬টি এবং ভেড়ামারা উপজেলায় ১শ’ টি ঘর। এছাড়া একই প্রকল্পের আরো ১৮০টি গৃহ নির্মান কাজ চলমান রয়েছে। যার ব্যায় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩২টি, কুমারখালী উপজেলায় ৫৭টি, খোকসা উপজেলা ৩০টি এবং দৌলতপুর উপজেলায় ৬১টি। যেগুলোর কাজ চলমান রয়েছে। এদিকে সদরসহ ৩ উপজেলায় ১৫৭টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। দৌলতপৃুর, খোকসা ও কুমারখালীতে ঘর হস্তান্তরের সম্প্রচার অনুষ্ঠান করেই দিন অতিবাহিত করেছেন। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদান অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ–পরিচালক (ডিডিএলজি) মৃণাল কান্তি দে। তিনি অনুপস্থিত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ নিয়ে ভেড়ামারা উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ১০০ জন গৃহহীনদের মধ্যে বাড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ–পরিচালক (ডিডি এলজি) মৃণাল কান্তি দে। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, নব নির্বাচিত মেয়র আনোয়ারুল কবীর টুটুল, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ। সর্বশেষ ১০০ জন গৃহহীনদের কে বাড়ির কাগজ পত্র, কম্বল ও শাড়ী প্রদান করেন। অপরদিকে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। আলোচনা শেষে উজানগ্রাম ইউনিয়নের মাঠপাড়া গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী রিনা খাতুনের হাতে নতুন গৃহের চাবী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ।
উল্লেখ্য, গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ২০২০–২১ অর্থ বছরে ৮লক্ষ ৮৭ হাজারটি গৃহ নির্মান করা হবে । তারই অংশ হিসাবে আগামী গতকাল জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নির্মিত ৬৭ হাজার গৃহ উদ্ধোধন ও হস্তান্তর করেন। এর অংশ হিসাবে কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগন স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এ জেলার সদর উপজেলায় ১২৬৯টি, কুমারখালী উপজেলায় ১১০৩টি, খোকসা উপজেলায় ৫৯৬টি, মিরপুর উপজেলায় ১৬৪৮টি, ভেড়ামারা উপজেলায় ১০০টি ও দৌলতপুর উপজেলায় ২৫৯টি ‘ক’ শ্রেণীর পরিবার চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত পরিবারকে অনধিক দুই শতক খাসজমি প্রদানপূর্বক গৃহনির্মান করে দেওয়ার জন্য ইতিমধ্যে দ্বিতীয় ধাপে কুষ্টিয়া সদর উপজেলায় ৩২টি, কুমারখালী উপজেলায় ৫৭টি, খোকসা উপজেলায় ৩০টি, মিরপুর উপজেলায় ৫৬টি, ভেড়ামারা উপজেলায় ১০০টি, ও দৌলতপুর উপজেলায় ৬২টি ভূমিহীন, গৃহহীন পরিবারের অনুকুলে বন্দোবস্ত প্রদানযোগ্য খাসজমি চিহ্নিত করা হয়েছে। ২য়ধাপে ১৮০টি গৃহনির্মান বাবদ দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর হতে ৩ কোটি ৭লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রথম পর্যায়ে কুষ্টিয়া সদর উপজেলায় ১টি, মিরপুর উপজেলায় ৫৬টি, ও ভেড়ামারা উপজেলায় ১০০টি, মোট ১৫৭টি ঘর নির্মানে ২কোটি ৬৮লক্ষ ৪৭হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রথম পর্যায়ের ১৫৭টি গৃহনির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়ে আজ তা বিতরণ করা হয়। এদিকে পর্যায়ক্রমে মোট জেলায় ৪ হাজার ৯৯৫টি ঘর নির্মাণ শেষে গৃহহীনদের মাঝে চাবি বিতরণ করা হবে বলে জানা যায়।
Leave a Reply