আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল উপজেলার আমলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কচুবাড়ীয়া কাজী আরেফ সড়কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুন্সি সুলতানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল আওয়ামী লীগ কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সন্ত্রাস, মাদক ও দুর্নীতি, চাঁদাবাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই তৃণমুলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজতুল্লাহ মালিথা, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, ইসরাইল হোসেন প্রমুখ। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আমলা ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এসময় সাইফুল ইসলাম আসন্ন ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হিসাবে সাধারন মানুষের সমর্থন আহবান করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply