আলমডাঙ্গা প্রতিনিধি ॥ নির্মাণসামগ্রীর অন্যতম উপাদান হলো ইট। ইট ছাড়া রাস্তাঘাট, ইমারতের অবকাঠামো করা দুস্কর। সেই ইটেও চলছে কারসাজি বা ফাঁকিবাজি। ইটের আকার বা সাইজ কারসাজি করে ছোট করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তাগিদে নয়, ব্যবসায়ীদের অতি মুনাফার লোভে ইটের আকার ছোট করা হচ্ছে। এতে ২৫ শতাংশ পর্যন্ত ঠকছেন ক্রেতা। ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় ১ থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত কমিয়ে দিচ্ছেন ইটভাটার মালিকরা। সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন প্রতারণা ধরা পড়েছে। এ অপরাধের কারণে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় ৪ ভাটা মালিককে এসময় নির্ধারিত পরিমাপ থেকে ছোট পরিমাপের ইট তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করায় ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ।গতকাল বুধবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ।এসময় চুয়াডাঙ্গা সদর ও আলমডাংগা উপজেলার নীলমনিগঞ্জ, মুন্সিগঞ্জ ও পারদূর্গাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্ধারিত পরিমাপ থেকে ছোট পরিমাপের ইট তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৮ ধারায় মেসার্স এম, এ, এম ব্রিকসকে ৭০,০০০/- টাকা, মেসার্স এ, ডি ব্রিকসকে ৪৮ ধারায় ৫০,০০০/- টাকা, মেসার্স টি এন ব্রিকসকে ৩৮,৪৮ ধারায় ৩০,০০০/- টাকা ও মেসার্স এম এস ব্রিকসকে ৩৮,৪৮ ধারায় ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ বিল্লাল হোসেন।
Leave a Reply