ভেড়ামারা প্রতিনিধি ॥ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্যে দিয়ে উপমহাদেশের সর্ব বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে এই সংগঠনটির যাত্রা শুরু করে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৮ ঘটিকায় ভেড?ামারা উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিস কার্যালয?ের সামনে জাতীয? ও দলীয? পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয?ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয?ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে পৌর মেয়র পদপ্রার্থী নৌকা প্রতীকের কান্ডারী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর আওয?ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয?ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply