1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 1:00 am

রাস্তা নয় যেন মৃত্যু কূপ, সওজ নিশ্চুপ ॥  সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ এখন বটতৈল টু ঝিনাইদহ মহাসড়ক

  • প্রকাশিত সময় Saturday, January 2, 2021
  • 244 বার পড়া হয়েছে

 

কাগজ প্রতিবেদক কুষ্টিয়া সদর উপজেলা  মহাসড়ক বটতৈল মোড় টু ঝিনাইদহ পর্যন্ত সড়কটি যেন রাস্তা নয় মৃত্ব্য কুপ, কিন্তু তবুও নিশ্চুপ সরওজ সড়কের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে বিটুমিন কার্পেটিং ইটের সলিং ঊঠে গিয়ে পানি জমে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে ফলে এসব স্থানে গাড়ী উল্টে প্রায়ই  দূর্ঘটনা ঘটছে বাড়ছে হতাহতের সংখ্যাও তাই ভুক্তভোগীরা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন

সুত্র জানায়, পুরোনো সড়ক সংস্কারের নির্ধারিত বাজেট আসলেও নেই পুরাতন গুলোর সংস্কার কুষ্টিয়া একটিমাত্র আমদানি কারক রাস্তা বটতৈল ঝিনাইদহ মহাসড়ক যা যুক্ত হয়েছে দেশের অন্তত ২০টি জেলার সাথে সড়ক দিয়ে হাজার হাজার মালবাহী ট্রাক যশোর বেনাপোল হয়ে ঢুকছে,ঝিনাইদহ কুষ্টিয়া হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে তবুও নজরে নেই সওজের সরেজমিনে গিয়ে বটতৈল টু ঝিনাইদহ পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখাযায়, অসংখ্য স্থানে ছোটবড় খানাখন্দ এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফলে ঝিনাইদহ,যশোর খুলনা সাথে যোগাযোগকারী গুরুত্বপুর্ণ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হয়ে হতাহত বেড়েই চললেও কতৃপক্ষ উদাসীন যেন দেখার কেউ নেই? মাঝে মাঝে কোথাও কোথাও দুই চারটা ইট বালি গুজে দিলেও নেই কোন বিটুমিন সংস্কারের কাজ চলছে ঢিলেঢালা ভাবেউল্লেখ্য,বটতৈল মোড়ভাদালিয়াবিত্তিপাড়াইবি শেখপাড়া বাজার,মদন ডাঙ্গা,ঝিনাইদহ মেইন পয়েন্টে  সড়কে প্রতিদিন শতশত বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা,বাড়ছে প্রাণহানির সংখ্যাও তাই পথচারীসহ সংশ্লিষ্টরা গুরুত্বপুর্ণ সড়কটি দ্রুত সংষ্কারে কতৃপক্ষের সহযোগিতা চেয়েছেন সকলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640