একটা মানবিক সাহায্যের আবেদনঃ ??মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ডাঁশা গার্লস হাইস্কুলের প্রাক্তন মেধাবী ছাএী, বর্তমান কুষ্টিয়া সরকারি কলেজের ম্যাথম্যাটিকসে অনার্স তয় বর্ষের শিক্ষার্থী “মোছাঃ বন্যা খাতুন ” হত দরিদ্র কৃষক পিতার একমাত্র কন্যা সন্তান এ,ই,ঝ ভাইরাসে সংক্রামিত হয়ে পুরো শ্বরীর প্যারালাজড হয়ে গেছে। সে এখন ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি আছে। রুম নং ৭০৬ বেড নং ২৫, তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন, যা তার দরিদ্র পিতার পক্ষে বহন করা সম্ভব না। তাই আপনাদের কাছে আকুল আবেদন, সাধ্যমত তার পাশে দাড়ানো। এমন একটা তরতাজা প্রাণ রক্ষায় সচেষ্ট হওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বরঃ ০১৩০৭৭৬১৩৮৮, একাউন্ট, খালেদা আহমেদ , নম্বর ১৪১১৩৪০০১৮১৭৩ দারুসসালাম রোড ঢাকা, সোস্যাল ইসলামি ব্যাংক লিঃ। আবেদনে মেয়ের বাবা: আব্দুল মালেক বড়ুলিয়া, ডাঁশা, কুমারখালি কুষ্টিয়া। বিকাশ নম্বরটি তার পিতার নম্বর।সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply