কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় করোনাকালীন স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কুষ্টিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন–ডুসাক এর উদ্যোগের মাস্ক বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ভবন চত্বরে মাস্ক বিতরণের উদ্বোধন করেন ডুসাকের উপদেষ্টা ও জেলা প্রশাসক আসলাম হোসেন। পরে সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন সড়ক ও স্থানে অবস্থানরত প্রান্তিক জনগোষ্ঠী এবং পেশাজীবীদের মধ্যে একসাথে কাপড়ের তৈরী পূণ:ব্যবহারযোগ্য ও একবার ব্যবহার যোগ্য ডিসপোজেবল সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম টুকু, সাধারণ সম্পাদক মোঃ ছাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ জেল্রা বিভিন্ন দপ্তর ও ক্ষেত্রে কর্মরত/অবস্থানরত ডুসাক সদস্যবৃন্দ, কলেজ শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও নানা শ্রেনীপেশার সাধারণ মানুষ।
Leave a Reply